মনীষ সরকার রানা, বিশেষ প্রতিনিধি :
শুক্রবার (২৬ নভেম্বর, ২০২১) আর মাত্র একদিন পরেই, আগামী রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন । আসন্ন নির্বাচনে ২ নং সোনারায় ইউনিয়নে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন-মোঃ আনসার আলী সরদার ।
মানুষ গড়ার কারিগর, মহান পেশা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বেশ ক`বছর পূর্বে । অবসরের পর নানান সামাজিক ও ধর্মীয় কাজের পাশাপাশি উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন প্রবীণ এই শিক্ষক । জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড এবং গাইবান্ধা ১, (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনের বর্তমান সাংসদ ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী দলীয় প্রতীক লাঙ্গল নির্ভাবনায় তুলে দিয়েছেন তাঁর হাতে ।
আজ ইউনিয়নের, বলরাম, সোনাহাট, ছাইতনতলা, পূর্ব বৈদ্যনাথ, পশ্চিম বৈদ্যনাথ, স্কুলের বাজার, পূর্ব শিবরাম, পশ্চিম শিবরাম ও বালাটারী এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে আনসার আলী সরদারের শক্ত অবস্থানের বিষয়টি জানা গেছে । সাধরণ মানুষের মতে, ২ নং সোনারায় ইউপি নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী সরদার ।
সোনাহাট এলাকার ভোটার মোস্তাফিজার রহমান ও মোঃ শফিকুল ইসলাম বলেন, আনসার সরদারই এবার চেয়ারম্যান নির্বাচিত হবেন । জাতীয় পার্টির উপজেলা কমিটির নেতারা বলেন, সোনারায় ইউনিয়নে এবারের জনমত লাঙ্গলের পক্ষে । জয়ের ব্যাপারে আশাবাদী জাপা মনোনিত প্রার্থী মোঃ আনসার আলী সরদার । তিনি বলেন, ইউনিয়নের মানুষের উপর তাঁর আস্থা রয়েছে ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।