কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরের কালকিনিতে বালুবাহী টলি উল্টে মোঃ রুবেল আকন-(২৬) নামে একজন টলি চালক নিহত হয়েছে। নিহত রুবেল আকন পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।
এলাকা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে রুবেল আকন তার নিজের টলিতে করে বালু নিয়ে কালকিনি সদর থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। টলি নিয়ে কালকিনি বড় ব্রীজের ঢালথেকে নমতে গেলে টলি উল্টে যায়। এসময় রুবেল আকন টলির নিচে চাপাপরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।