সরিষা
একি রুপে সেজেছো সরিষা!!!
প্রকৃতিতে আজ সৌন্দর্যের বরষা।
শীতের কুয়াশা ভেঙে,
শিশিরে স্নান করে,
মুখে মধু নিয়ে, ফুটেছো সরিষা
প্রকৃতিতে আজ সৌন্দর্যের বরষা।
ফুলের মৌ মৌ গন্ধে,
ভ্রমরের ছন্দে ছন্দে।
আমি গেয়ে যাই গান
তোমাকে দেখে মোর জুড়ায় এ প্রাণ।।
কৈশরের কোল ভেঙে
যৌবনের পদার্পণে,
হলুদে সেজেছো তুমি।
তোমার জন্য অপেক্ষায় আমি।
যতদূর চোখ জুড়ায়,
দেখে মোর প্রাণ জুড়ায়,
যেন পড়ে আছো সুবিশাল হলদে শাড়ি
আমি হেঁটে হেঁটে আজ, তোমায় দেব পাড়ি।
পূর্ব থেকে পশ্চিম আকাশে,
তোমার সৌরভ আজ বহিছে বাতাসে।
রুপে গুনে আজ তুমি হয়েছো রূপবতী।
গ্রহণ কর মোরে জানাই আরতি।
লও লও আজ মোর পূজার্চনা।
তোমায় দেখে জেগেছে মোর প্রেম বাসনা।।
পাখিরা কলরব করুক,
জোনাকিরা টিপটিপ করে জ্বলুক।
নেমে আসুক গোধূলী বেলা।
তোমায় নিয়ে কাটুক আমার হলদে সন্ধ্যা বেলা।।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।