ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

বীর হয়ে দেশে ফিরছে টাইগাররা

বিডি আলো ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
পঠিত: 214 বার
Link Copied!

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে টাইগাররা রোদেলা সাফল্য নিয়ে দেশে ফিরছে আজ। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে লিটন-এবাদতদের বহনকারী বিমানটির। ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ জানুয়ারি দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা।

নিউজিল্যান্ড সফরকারীদের ক্রিকেট শেষ হয়েছে মঙ্গলবার। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরো কয়েক দিন থাকতে হয় মুমিনুল-লিটনদের।

বিমানের ফ্লাইট সময় পরিবর্তন করে দলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা সম্ভব হয়নি। দুদিন ক্রাইস্টচার্চে অবস্থান করে অবশেষে আজ দেশে ফেরার বিমান ধরেছে লাল-সবুজরা।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না