নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে টাইগাররা রোদেলা সাফল্য নিয়ে দেশে ফিরছে আজ। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে লিটন-এবাদতদের বহনকারী বিমানটির। ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ জানুয়ারি দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা।
নিউজিল্যান্ড সফরকারীদের ক্রিকেট শেষ হয়েছে মঙ্গলবার। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরো কয়েক দিন থাকতে হয় মুমিনুল-লিটনদের।
বিমানের ফ্লাইট সময় পরিবর্তন করে দলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা সম্ভব হয়নি। দুদিন ক্রাইস্টচার্চে অবস্থান করে অবশেষে আজ দেশে ফেরার বিমান ধরেছে লাল-সবুজরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।