ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বিডি আলো ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
পঠিত: 226 বার
Link Copied!

দক্ষিণ চীন সাগরে এফ- থার্টি ফাইভ সিরিজের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবারের (২৪ জানুয়ারি) ওই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ আহত অন্তত ৭ জন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌবাহিনী। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এফ-৩৫সি যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছিলেন পাইলট। তবে রণতরীতে অবতরণের সময় সমস্যায় পড়েন তিনি। এসময় পাইলট যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। তবে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে ৭ জন আহত হন। আহতদের তিনজনকে তাৎক্ষনিক ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। আহত বাকিদের বিমানবাহী রণতরীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুদ্ধবিমানটি কী কারণে ভেঙে পড়ল তা তদন্তসাপেক্ষে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না