আবির হাসান পারভেজ, নিজস্ব সংবাদদাতাঃ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় কালকিনি পৌরসভা একাদশ সিডিখান ইউনিয়ন একাদশকে (৩-০) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
এসময়ে ভারপ্রারপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া কর্মকর্তা মো: বখতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত ওসি মো: নাসির উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।