আবির হাসান পারভেজ, কালকিনি(মাদারীপুর):
মাদারীপুরের কালকিনিতে দেড়শো গ্রাম গাজা ও ১৫ পিস ইয়াবাসহ মোঃ জামাল হাওলাদার( ৫০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক হওয়া জামাল কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কয়ারিয়া থেকে আটক করা হয়।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, জামাল তাবলীগ-জামাত করার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।