ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জ প্রবাসী এসোসিয়েশন ইউকে’র আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাহমুদুল হাসান
আগস্ট ৩১, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
পঠিত: 151 বার
Link Copied!

মো. শাহীন আলম, সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “জামালগঞ্জ প্রবাসী এসোসিয়েশন ইউকে’র আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় জামালগঞ্জ উপজেলার দৈনিক সুনামকন্ঠ পত্রিকা অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রবাসী এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী ( লিটন)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি আব্দুল আহাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাবেক সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক সাইফউল্লাহ, মো. শাহীন আলম, আব্দুল্লাহ আল মামুন, শেরে আলম শেরু, মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী (লিটন) জানান, আগামী শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা জামালগঞ্জ উপজেলায় প্রায় ৩ শতাধিক অসহায় ও বন্যার্থীদের মাঝে বিনামুল্যে ত্রাণ বিতরণ করা হবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না