আবির হাসান পারভেজ, কালকিনি(মাদারীপুর):
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে বন্ধু প্রতিম দু’ দেশের সম্পর্কের আরও উন্নতি হয়েছে এবং দুু’ দেশের দ্বিপাক্ষিক চুক্তি গুলো সফল হবে, কোন অপপ্রচারই দু’ দেশের সর্ম্পকের অবনতি ঘটবেনা,বরং দিন দিন এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। মঙ্গলবার বিকালে ২০২১-২০২২ অর্থ বছরে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মাদারীপুরের কালকানি উপজেলাধীন ভূরঘাটা এনএইচ ডাব্লিউ হতে কোটালীপাড়া ভায়া শশিকর জিসি প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এ সময় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী খান, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, কালকিনি পৌরসভা মেয়র এস এম হানিফ, উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন, ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।