মো. শাহীন আলম, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ও ধর্মপাশা উপজেলায় পৃথক পৃথক ভাবে বিশ্বনেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ২ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, যুবলীগের সভাপতি আবুল খয়ের সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অপরদিকে বিকেল ৫ টায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দলীয় কার্যালয়ে কেকে কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ কিলকিস। কেক কাটার পর সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এমপি রতন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা আজ রতন থেকে এমপি রতন হয়েছি। সেই মহান নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ উপজেলার সকল জনগণের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জয় হোক জননেত্রীর শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।